রাজশাহী মহানগরীতে নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা।। - Channel One News TV


 

Post Top Ad


 

রাজশাহী মহানগরীতে নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা।।

Share This

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে নেশা টাকা না পেয়ে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের রাজপাড়া থানার অচিনতলা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর

নিহতের নাম জুয়েল হোসেন (৫০)। তার মাদকাসক্ত ছেলের নাম মমিনুল ইসলাম পিয়াস (১৭)। স্থানীয় লোকজন পিয়াসকে বাড়িতে আটকে রেখে পুলিশে দেয়।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা খাতুন জানান, নেয়ার টাকা না পেয়ে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাড়ি ঘিরে রাখে এ জন্য পিয়াস পালাতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

চ্যানেল অন নিউজ টিভি/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages