রাজশাহীতে তিন ছিনতাইকারী আটক, আইফোন উদ্ধার।।। - Channel One News TV


 

Post Top Ad


 

রাজশাহীতে তিন ছিনতাইকারী আটক, আইফোন উদ্ধার।।।

Share This


নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক আসামীদের কাছ থেকে ছিনতাই হওয়া আই ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের শামসুজ্জামানের ছেলে কাইসার জামান শুভ (২৮), রামচন্দ্রপুর বাসার রোডের মানিক শেখের ছেলে স্বপন রেজা (৩০) ও এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ী গ্রামের তাইজুল ইসলামের ছেলে মোঃ শুভ রানা (২৫)।
 
পুলিশ জানায়, ২০২০ সালের ৩ সেপ্টেম্বর বিকেল ৬টার দিকে কিফায়েত রাসকিন (২১) তার মায়ের সাথে রিক্সা যোগে সাহেব বাজার থেকে লক্ষীপুর যাওয়ার পথে রাজপাড়া থানার সিপাইপাড়া নাককাটি মন্দিরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল যোগে ২ জন ছিনতাইকারী কিফায়েত রাসকিনের হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভ্যানেটি ব্যাগের মধ্যে ম্যানি ব্যাগ, বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র, ব্যাংকের এটিএম কার্ড, একটি আই ফোন ও নগদ টাকা ছিলো।
ছিনতাইয়ের ঘটনায় রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার পর দীর্ঘদিন তদন্ত ও অভিযানের পর ২৩ দিবাগত রাতে রাজপাড়া থানা পুলিশ সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তির কৌশল এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর পাকিয়ানপাড়ায় আসামী স্বপন রেজাকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে ছিনতাই হওয়া আই ফোন উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, মোবাইল ফোনটি সে শুভ রানার কাছে থেকে ক্রয় করেছে। তার দেওয়া তথ্যমতে ২৪ জুলাই বিকেলে অভিযান চালিয়ে আসামী শুভ রানাকে তার বাড়িী থেকে আটক করা হয়। সে জানায়, ছিনতাই হওয়া আই ফোনটি তার দুলাভাই কাইসার জামান শুভ (২৮) তাকে বিক্রি করতে দিয়েছিল। পরবর্তীতে আসামী কাইসার জামান শুভকে গ্রেফতার করা হয়।
আসামী কাইসার জামান শুভ তার অপর সহযোগি আসাদুজ্জামান রোকন (২৫) এর সাথে মিলে সে দিনের ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছিলো বলে জানায়। পলাতক আসামী আসাদুজ্জামান রোকনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চ্যানেল অন নিউজ টিভি/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages