রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনা দুজন নিহত হয়েছেন। - Channel One News TV


 

Post Top Ad


 

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনা দুজন নিহত হয়েছেন।

Share This

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনা দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে। রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বসন্তপুর এলাকায় শ্রী অসিম উরাও (৩০) নামে এক পথচারী হেঁটে যাওয়ার সময় লেগুনার ধক্কায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত শ্রী অসিম উরাও হলেন মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকার শংকরপুর উদপুর গ্রামের মৃত শ্রী বিলাশ উরাও এর ছেলে। অপরদিকে, শনিবার(১৭ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রী মিনু মন্ডল ঘুগা নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত শ্রী মিনু মন্ডল ঘুগা উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভায়া কামারপাড়া এলাকার গোপালপুর গ্রামের মৃত শ্রী পালানু মন্ডলের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, রবিবার সকালে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বসন্তপুর এলাকায় এক পথচারী হেঁটে যাওয়ার সময় পিছন থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী একটি লেগুনা ধাক্কা দিলে শ্রী অসিম উরাও নামে এক পথচারী নিহত হয়। তবে লেগুনাটি জব্দ করা হয়েছে।

এদিকে রাতে কাজ শেষ করে বাড়ী যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ গামী অজ্ঞাত নামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রী মিনু মন্ডল ঘুগা নামে এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চ্যানেল অন নিউজ টিভি/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages