গোদাগাড়ীতে জমির বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা - Channel One News TV


 

Post Top Ad


 

অনলাইন ডেক্স:

 রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তসলিম উদ্দিন (৫০) নামে একজন কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তসলিম এই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় তসলিমকে একা পেয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে প্রতিপক্ষরা। এ সময় তাঁকে বাঁচাতে ছুটে যান স্বজনেরা। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তসলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, প্রতিবেশী আবদুল কাদের মিনুর সঙ্গে জমি নিয়ে তসলিম উদ্দিনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়।

ওসি আরও বলেন, মিনুর এক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারের অন্য সবাই পলাতক। তাঁদের আটকের চেষ্টা চলছে। আর নিহত তসলিমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা থানায় মামলা হবে বলেও জানান ওসি।

চ্যানেল অন নিউজ টিভি/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages