একাদশের ৯ জনই বাঁহাতি ব্যাটসম্যান, বাংলাদেশের বিশ্বরেকর্ড।।। - Channel One News TV


 

Post Top Ad


 

একাদশের ৯ জনই বাঁহাতি ব্যাটসম্যান, বাংলাদেশের বিশ্বরেকর্ড।।।

Share This

অনলাইন ডেক্স:

হারারেতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ জয়ের ম্যাচে বিশ্ব রেকর্ডও গড়েছে টাইগাররা। রবিবার বাংলাদেশের হয়ে খেলা ১১ জনের মধ্যে ৯ জনই ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে এই নজির নেই বিশ্বের আর কোনো দলের।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ছাড়া টাইগার একাদশের সবাই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের এই রেকর্ড দেখে প্রশ্ন জাগতে পারে, আগের রেকর্ডটি কার ছিল? এক্ষেত্রে আগের রেকর্ডটিও বাংলাদেশের। জিম্বাবুয়ের সাথে দ্বিতীয় টি-২০ ম্যাচেই ৮ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ।

গতকালের একাদশে থাকা সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফউদ্দিন ও তাসকিনরা ডানহাতে বোলিং করলেও তারা ব্যাটিং করেন বাঁমহাতে।

এর আগে ৭ বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলতে নেমেছে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকেও তাদের ৩টি ম্যাচে দেখা গেছে ৭ বাঁহাতি ব্যাটসম্যানের একাদশ সাজাতে।

 

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages