যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার বিচারকাজ শুরু - Channel One News TV


 

Post Top Ad


 

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার বিচারকাজ শুরু

Share This


যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিসে গত বছর পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিচারকাজ শুরু হয়েছে।

সোমবার মিনিয়াপোলিসের একটি আদালতে উদ্বোধনী বক্তব্য রাখেন মামলার প্রসিকিউটররা। আদালতে বক্তব্য রাখেন জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যরা।

পুলিশের কর্মকর্তা ডেরেক চাওভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে নয় মিনিট ধরে বসে আছেন, গত বছর এরকম একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিল।

এই ঘটনায় যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামী। মিস্টার চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages