লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - Channel One News TV


 

Post Top Ad


 

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

Share This


লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
লক্ষ্মীপুরে ২১ টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট ২০২১ অনূর্ধ্ব ১৭।

শুক্রবার(২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়াম মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার পিপি এম -সেবা ড.এ.এইচ এম কামরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিনসহ প্রমূখ।

উদ্ভোধনী ম্যাচ খেলেন, লাহারকান্দি ইউনিয়ন বনাম মান্দারী ইউনিয়ন। ২০ মিনিট করে ৪০ মিনিটে হাড্ডাহাড্ডি লড়াই করে দুই-দলের কেউ গোলকিপারের জ্বালে বল নিতে পারেনি। টাইব্রেকারে মান্দারী ইউনিয়নকে ৩-০গোলে হারিয়ে বিজয়ী হন লাহারকান্দি ইউনিয়ন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ বলেন, তারুণ্যের শক্তি তখনি সফল হয়। যখন তরুণরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা নিয়ে মেতে উঠে। বর্তমান সময় কিছুসংখ্যক তরুণ-সমাজ’রা মাদকের মাঝে ডুবে আছে। তাদেরকে সেই দিক থেকে ফেরাতে হবে। খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages