রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু - Channel One News TV


 

Post Top Ad


 

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

Share This

তরিকুল ইসলাম (তারেক),রাজশাহী জেলা প্রতিনিধি:

আজ সোমবার (৫ জুলাই) থেকে রাজশাহীতে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলমান কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত। সোমবার থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত। টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মশুর ডাল ও বোতলজাত সয়াবিন ভোক্তা সাধারণের কাছে বিক্রি করা হবে।

এসময় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে টিসিবি সূত্রে জানা গেছে।

চলমান লকডাউনে এ কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে।

রাজশাহী টিসিবির গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নগরীর ৮টি পয়েন্টে টিসিবি এই পণ্যগুলো বিক্রি করবে। একজন ডিলার ২ হাজার কেজি পণ্য পাবে। এর মধ্যে চিনি ৬০০ কেজি, তেল ১ হাজার কেজি ও মশুর ডাল থাকবে ৪০০ কেজি।

প্রসঙ্গত, এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages